এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হল রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার। সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে মিলিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা, নতুন বিমানবন্দর টার্মিনালে মহারাজা বীর বিক্রম মানিক্যের মূর্তি স্থাপন, আগরতলা থেকে মুম্বাই ও হায়দ্রাবাদ পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু করা, রাতের ফ্লাইট পরিচালনা এবং ত্রিপুরা থেকে এয়ার কার্গো পরিষেবা ফের প্রবর্তন করা ছিল আলোচনার মূল বিষয়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
২৪ এপ্রিল ২০২৩