তীব্র দাবদাহে পুড়ছে রাজ্য্। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন স্থানে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। এই অবস্থায় ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে আগামী ১৮ এপ্রিল থেকে ২৩ এপ্রিল সমস্ত সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার থেকেই বন্ধ থাকছে রাজ্যের স্কুলগুলি। এদিকে, রাজ্যের সমস্ত বেসরকারি স্কুল কর্তৃপক্ষকে এই সময়ে স্কুল বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন মুখ্য্মন্ত্রী ডা. মানিক সাহা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৭ এপ্রিল ২০২৩