আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফরিদপুরে জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিতঃ বাংলাদেশ

    আরশি কথা

    মোঃ শাহ্ জালাল, ফরিদপু্‌র, বাংলাদেশঃ


    ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

    শুক্রবার বিকালে জেলার নগরকান্দা উপজেলার শশার শারমিন ভিলায় এ প্রস্তুতি সভার আয়োজন করে জেলা মৎস্যজীবী লীগ।

    মৎস্যজীবী লীগ নগরকান্দা উপজেলা শাখার আহবায়ক দেলোয়ার হোসেন বিশ্বাসের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক, বিশিষ্ট সমাজসেবক ও রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান।এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিয়া রাথিন গ্রুপের কো-চেয়ারম্যান ও অর্ভিয়া টাচের সিইও শারমিন আক্তার।

    প্রস্তুতি সভাটি উপজেলা মৎস্যজীবীলীগের যুগ্ন-আহবায়ক তালুকদার মিজানুর রহমানের সঞ্চালনায় সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবীলীগের সদস্য সচিব মো. ফরিদ মিয়া । 

    এসময় উপস্থিত ছিলেন, নগরকান্দা পৌর মৎস্যজীবী লীগের আহবায়ক আক্রামুজ্জামান টিটো, যুবলীগ নেতা শেখ জাহিদ, মৎস্যজীবী লীগ নেতা কাজী রাজু, কাজী সুমন, জেলা ছাত্রলীগ নেতা কাজী আহমেদ আনিসসহ জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত মৎস্যজীবীলীগের নেতাকর্মীরা।

    উল্লেখ্য, আগামী ২৭শে মে ফরিদপুরের কবি জসীমউদ্দিন অডিটোরিয়ামে জেলা মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে অবগত করেন জেলার আহবায়ক কাজী আব্দুস সোবহান।সভার আগ মুহুর্তে, দুপুরে নেতাকর্মীদের জন্য প্রীতি ভোজের আয়োজন করা হয়।

    সভাশেষে ফরিদপুরের সমসাময়িক রাজনীতি ও জেলার সম্মেলন নিয়ে বক্তব্য প্রদান করেন আবদুস সোবহান।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ
    ১৯ মে, ২০২৩

     

    3/related/default