মোঃ শাহ্ জালাল, ফরিদপু্র, বাংলাদেশঃ
ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে জেলার নগরকান্দা উপজেলার শশার শারমিন ভিলায় এ প্রস্তুতি সভার আয়োজন করে জেলা মৎস্যজীবী লীগ।
মৎস্যজীবী লীগ নগরকান্দা উপজেলা শাখার আহবায়ক দেলোয়ার হোসেন বিশ্বাসের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক, বিশিষ্ট সমাজসেবক ও রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান।এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিয়া রাথিন গ্রুপের কো-চেয়ারম্যান ও অর্ভিয়া টাচের সিইও শারমিন আক্তার।
প্রস্তুতি সভাটি উপজেলা মৎস্যজীবীলীগের যুগ্ন-আহবায়ক তালুকদার মিজানুর রহমানের সঞ্চালনায় সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবীলীগের সদস্য সচিব মো. ফরিদ মিয়া ।
এসময় উপস্থিত ছিলেন, নগরকান্দা পৌর মৎস্যজীবী লীগের আহবায়ক আক্রামুজ্জামান টিটো, যুবলীগ নেতা শেখ জাহিদ, মৎস্যজীবী লীগ নেতা কাজী রাজু, কাজী সুমন, জেলা ছাত্রলীগ নেতা কাজী আহমেদ আনিসসহ জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত মৎস্যজীবীলীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য, আগামী ২৭শে মে ফরিদপুরের কবি জসীমউদ্দিন অডিটোরিয়ামে জেলা মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে অবগত করেন জেলার আহবায়ক কাজী আব্দুস সোবহান।সভার আগ মুহুর্তে, দুপুরে নেতাকর্মীদের জন্য প্রীতি ভোজের আয়োজন করা হয়।