উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট, আরশিকথাঃ
বাগেরহাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির আয়োজনে যুব প্রতিনিধিদের সাথে গ্লোবাল মে মোমেন্ট ২০২৩ উদযাপন হয়েছে।
৯ মে(মঙ্গলবার) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির আয়োজনে সকাল ১০ টায় মঘিয়া ইউনিয়নের আন্ধারমানিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত মে মুমেন্ট ২০২৩ এর আলোচনা সভায় উঠে আসে বাল্যবিবাহ কি,বাংলাদেশের বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭,বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সহ বাল্যবিবাহ রোধো করনীয় কি।এদিন অনুষ্ঠিত প্রোগ্রামে উপস্থিত ছিলেন,এপির প্রোগ্রাম অফিসার শিউলি কস্তা সহ এপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সংস্থাটি ধারাবাহিক ভাবে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও সংগঠনের সাথে গ্লোবাল মে মুমেন্ট ২০২৩ উদযাপন করছে।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
১০ মে, ২০২৩