Type Here to Get Search Results !

বাংলাদেশ ফরিদপুরে ৭৬ তম শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান

প্রসেনজিৎ বিশ্বাস,ফরিদপুর,বাংলাদেশঃ 


ফরিদপুর নগরকান্দা উপজেলা কাইচাইল ইউনিয়নের শোলপুর গ্রামে দেশ, জাতি, সর্বজীবের মঙ্গল ও বিশ্ব শান্তি কামনায় ৭৬ তম বার্ষিক শোলপুর হরিখোলা সার্বজনীন রাধাগোবিন্দ মন্দিরে ভাগবত পাঠ, ৪০ প্রহর ব্যাপী অখন্ড তারকব্রহ্ম মহানাম  যজ্ঞ অনুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়।


নাম ভজ নাম চিন্ত নাম করা সার, নাম বিনা কলিকালে গতি নাহি আর ।এ অনুষ্ঠানটি (২০মে )থেকে শুরু হয়ে (৩০ মে) অনুষ্ঠান বিশ্ব শান্তি মঙ্গল কামনা, জল কেলি ও ভোগের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত।দেশের বিভিন্ন অঞ্চলের খ্যাতিসম্পন্ন গায়ক ও পাঠক এতে অংশ গ্রহন করেন।

এ অনুষ্ঠানে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন ,আওয়ামী লীগের নেতা কর্মী, ইউপি সদস্য সহ একাধিক ব্যক্তি এ সময় উপস্থিত ছিলেন।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

৩১মে, ২০২৩