উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট, আরশিকথাঃ
বাগেরহাটের কচুয়ায় শিশু বান্ধব বাজেট বরাদ্দ বৃদ্ধি ও বাস্তবায়ন বিষয়ক সংলাপ অননুষ্ঠিত হয়েছে।
১৪ মে (রবিবার)কচুয়া উপজেলার ৩ নং মঘিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সকাল ১০ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির সহযোগিতায় শিশু বান্ধব বাজেট বরাদ্দ বৃদ্ধি ও বাস্তবায়ন বিষয়ক সংলাপ ২০২৩ অনুষ্ঠিত হয়।
মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান ও পারিষদ বর্গের অংশ গ্রহণে এদিন বাজেট বরাদ্দ বৃদ্ধি ও বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয় এসময় শিশু ফোরামের প্রতিনিধিরাও বাজেট বরাদ্দ বৃদ্ধি ও বাস্তবায়ন বিষয়ক সংলাপে অংশ নেয়।
অনুষ্ঠিত অনুষ্ঠানে মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট পংকজ কান্তি অধিকারী,এপির প্রোগ্রাম অফিসার শিউলি কস্তা সহ জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শিশু ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
১৪ই মে, ২০২৩