ফ‌রিদপুর মুস‌লিম মিশনে আ‌র্থিক অনুদান প্রদানঃ বাংলাদেশ

আরশি কথা

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর, আরশিকথাঃ


ফ‌রিদপুর মুস‌লিম মিশন প্রাক্তন ছাত্র কল্যান স‌মি‌তি কর্তৃক ফ‌রিদপুর মুস‌লিম মিশন এ‌তিম খানায় দুই লক্ষ এক‌ত্রিশ হাজার টাকা নগদ অর্থ  সম্পাদক জনাব প্র‌ফেসর মোঃ আবদুস সামা‌দের নিকট হস্তান্তর করেন।

অনুদা‌নের অর্থ গ্রহন ক‌রে এক সং‌ক্ষিপ্ত বক্তব্যে  প্র‌ফেসর সামাদ ব‌লেন- তোমরা এই  প্র‌তিষ্ঠা‌নের প্রাক্তন ছাত্র, এই  প্র‌তিষ্ঠান তোমা‌দের। আ‌মার বয়স হ‌য়ে‌ছে, আ‌মি এক‌দিন থাক‌বো না। তোমরা এই  প্র‌তিষ্ঠান দে‌খে রাখ‌বে। এ সময় আরো উপস্থিত ছিলেন মুস‌লিম মিশন প্রাক্তন ছাত্র কল্যান স‌মি‌তির প্রধান উপ‌দেষ্টা মোঃ আব্দুর র‌হিম, উপ‌দেষ্টা ওয়া‌হিদ না‌সিব, সভাপ‌তি মিয়া মোঃ কামাল উদ্দীন, সিনিয়র সহ সভাপ‌তি ও অর্থ সংগ্রহ ক‌মি‌টির আহবায়ক মোঃ নজরুল ইসলাম, সহ সভাপ‌তি মোঃ ইমারত হো‌সেন, সাধারণ সম্পাদক কে,এম, শ‌হিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান.আক্কাছ, সাংগঠ‌নিক সম্পাদক এড‌ভো‌কেট মোছা‌দ্দেক হো‌সেন, অর্থ সম্পাদক আবু সালমান ছ‌নি, দপ্তর সম্পাদক সুজন মাহমুদ, আইসি‌টি সম্পাদক ই‌ঞ্জি‌নিয়ার মীর সো‌হেল সহ আ‌রো অ‌নেক নের্তৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

আরশিকথা বাংলাদেশ সংবাদ
৫ মে, ২০২৩

 

3/related/default