Type Here to Get Search Results !

কচুয়ায় সেকেন্ডারি এডুকেশন ডেভলপমেন্ট বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিতঃ বাংলাদেশ

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট, আরশিকথাঃ 

কচুয়ায় মাধ্যমিক পর্যায়ে মানসম্মত শিক্ষার লক্ষ্যে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর ১ দিনের ওয়ার্কশপ উপজেলার শেখ তন্ময় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

৩০(মে) কচুয়া উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: তাসমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এসএম সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মেহেদি মান্না। ওয়ার্কশপ রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক সরকারি মহিলা কলেজ খুলনা কানিজ লায়লা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মোড়লগঞ্জ বাকী বিল্লাহ,অধ্যক্ষ কচুয়া ডিগ্রি কলেজ শুধাঙ্কু শেখর অধিকারী,অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ হরপ্রসাদ মিস্ত্রী, সাবেক সংসদ পত্মী ও সভাপতি পরিচালনা পর্ষদ কচুয়া বালিকা বিদ্যালয়ের ফরিদা আক্তার বানু (লুচি),সভাপতি গোয়ালমাঠ বালিকা বিদ্যালয় ও ডেপুটি মুক্তিযালোদ্ধা কমান্ডার বীর মুক্তিযাদ্ধা শিকদার হাবিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সভাপতি পরিচালনা পর্ষদ এসএম আবু বক্কর সিদ্দিক,আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সভাপতি পরিচালনা পর্ষদ টেংরাখালী হাসানিয়া সিনিয়ার মাদ্রাসার শিকদার কামরুল হাসান কচি সহ উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগন এবং সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের  পরিচালনা পর্ষদের সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।


আরশিকথা বাংলাদেশ সংবাদ
৩০ মে, ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.