ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। ঘটনা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মধ্যপ্রদেশ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় ৫০ জন যাত্রী বহনকারী বাসটি খারগোন এলাকার দাসাঙ্গা গ্রামের একটি ব্রিজ থেকে নিচে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।
রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তিনি নিহতদের পরিবারের জন্য ৪ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। এই ঘটনায় যারা সামান্য আহত হয়েছেন তাদের ২৫ হাজার রুপি করে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়ও নিহতদের পরিবারকে দুই লাখ রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছে।স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলমান রয়েছে।
আরশিকথা দেশ-বিদেশ
ছবি ও তথ্যঃ সৌজন্যে ইন্টারনেট
১০ই মে, ২০২৩