আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মোকা মোকাবেলায় মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে উচ্চ পর্যায়ের বৈঠক

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার সভাপতিত্বে অতিপ্রবল ঘূর্নিঝড় মোকা মোকাবেলার প্রস্তুতি নিয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার। এই বৈঠকে রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা, ত্রাণ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের বিশেষ সচিব, বিপর্যয় মোকাবিলা দপ্তরের রাজ্য প্রকল্প অধিকারিক এবং আগরতলাস্থিত আবহাওয়া দপ্তরের অধিকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে আবহাওয়া দপ্তরের অধিকর্তা ঘূর্নিঝড় মোকার গতিপথ নিয়ে বিস্তৃত আলোচনা হয়। এই ঘূর্নিঝড়ের ফলে রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সম্ভাব্য ঘূর্নিঝড়ের দ্বারা সৃষ্ট ক্ষয়ক্ষতি কমানোর জন্য রাজ্য সরকার এবং জেলা প্রসাশন যথাযথ প্রস্তুতি নিয়েছে। রাজ্য এবং জেলা পর্যায়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আবহাওয়া দপ্তরের বুলেটিন জেলা প্রসাশনের কাছে নিয়মিত পৌঁছে দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জেলা প্রসাশনকে নির্দেশ দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় মোকা মোকাবেলার জন্য সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়ার জন্য।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সংগৃহীত

    ১৩ই মে, ২০২৩
     

    3/related/default