শনিবার রাজ্যের শ্রমমন্ত্রীর নিকট ডেপুটেশন বাম শ্রমিক সংগঠন সি আই টি ইউর। সংগঠনের রাজ্য কমিটির উদ্যোগে সাত সদস্যের এক প্রতিনিধি দল। মূলতঃ তিন দফা দাবীর ভিত্তিতে দেওয়া হল এদিনের ডেপূটেশন। তাদের দাবীগুলি ছিল, রাজ্যেরই এস আই হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন সহ চিকিৎসা পরিষেবার পরিসর বৃদ্ধি করা, ভোট পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে শ্রমজীবি মানুষের কর্ম ক্ষেত্রে অবরোধ প্রত্যাহার, করা সহ শ্রমিকদের মুজুরী বৃদ্ধি করা। শ্রমমন্ত্রী টিঙ্কু রায় দাবীগুলির যৌক্তিকতা বিচার করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন বাম শ্রমিক প্রতিনিধি দলকে। প্রতিনিধি দলে ছিলেন শঙ্কর প্রসাদ দত্ত, অমল চক্রবর্তী, সমর চক্রবর্তীসহ অন্যান্য নেতৃত্ব।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
৬ মে, ২০২৩