রাজ্যে সাম্প্রতিক নারী নির্যাতনের ঘটনা সমূহের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের নিকট ডেপুটেশন প্রদান করলো মহিলা তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল। এই ডেপুটেশন প্রদানের নেতৃত্ব দেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী পান্না দেব।
মঙ্গলবারের এই ডেপুটেশন প্রসঙ্গে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী অভিযোগ করে জানান, রাজ্যে নারী সংঘটিত নির্যাতনের ঘটনা নিয়ে মহিলা কমিশন নীরব ভূমিকা পালন করে চলছে।
এদিন প্রতিনিধি দল থেকে কমিশনের এই নিষ্ক্রিয় ভূমিকার তীব্র প্রতিবাদ জানানো হয়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৩শে মে, ২০২৩