মোঃ শাহ্ জালাল, ফরিদপুর, আরশিকথাঃ
বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ শুক্রবার বেলা বারোটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর জেলার কর্মরত সাংবাদিকদের ব্যানারে এক মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মফিজ ইমাম মিলন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পান্না বালা বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের ফরিদপুর জেলা প্রতিনিধ হারুন অর রশিদ।
সভায় বক্তারা এ বর্বরচিত ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তি দের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বক্তারা সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উক্ত হত্যাকাণ্ডের জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
১৬ই জুন , ২০২৩