আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কচুয়ায় ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটকঃ বাংলাদেশ

    আরশি কথা

    উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট,আরশিকথাঃ 

    বাগেরহাটের কচুয়ায় ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। পুলিশ জানায় কচুয়া থানার অফিসার ইন চার্জ মো: মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই  দেব কুমার দাস,এসআই প্রদীপ রায়, এএসআই জ্যোতির্ময়,এএসআই খান বাবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ১১ জুন আসামী সবুজ কুমার সাহা (২৮)কে কচুয়া থানাধীন কচুয়া জুলহাস শেখের এর দোকানের সামনে কচুয়া- ফতেপুরগামী পাকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিত ১০ পিচ ইয়াবা সহ আটক করে।এছাড়া  এসআই আবদুর রহমান, এএসআই ইকবাল হাসান, এএসআই মোঃ আশরাফুজ্জামান, এএসআই জ্যোতির্ময়, ১০পিচ ইয়াবা সহ আরও ১ আসামী মোঃ রিয়াজ শেখ (২২)কে কচুয়া উপজেলার চদ্রপাড়া বাজারের শিমুল এর সাইকেল গ্যারেজের সামনের পাকা রাস্তার উপর থেক গত ৯জুন রাত ১১টা ২০ মিনিটে আটক করে।এ ব্যাপার কচুয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ টি পৃথক মামলা হয়েছ।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ১১ই জুন, ২০২৩

     

    3/related/default