আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শ্যামনগরে নারী শ্রমিক দলের জোট গঠন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিতঃ আরশিকথা বাংলাদেশ

    আরশি কথা

    উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ,আরশিকথাঃ

    ১২ জুলাই ২০২৩ সকাল ১০ টায় লিডার্স  প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে নারী চিংড়ি শ্রমিক দলের জোট গঠন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

    লিডার্স এর বাস্তবায়নাধীন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় অক্সফ্যাম ইন বাংলাদেশ এর অর্থায়নে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, এস. এম আতাউল হক দোলন , উপাজেলা চেয়ারম্যান, শ্যামনগর উপজেলা পরিষদ, তিনি তার বক্তব্যে বলেন “চিংড়ি ঘেরে নারী শ্রমিকরা নায্য ও পুরুষের ন্যায় সম মুজুরী পায়না, কিন্তু পুরুষের সমান তারা কাজ করেন। আমরা পুরুষের সমান সম মুজুরীর দাবীর সাথে এক মত, এ বিষয়ে উপজেলা পরিষদ আপনাদের পাশে সব সময় থাকবে।” বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেফালি বিবি, নির্বাহী পরিচালক বনজীবী নারী উন্নয়ন সংগঠন, রেখা রানী মৃধা, সভাপতি , শাপলা নারী চিংড়ী শ্রমিক দল। কর্মশালায় প্রশিক্ষণে সহায়তা করেন অধ্যক্ষ আশেক -ই- এলাহী, (অবসর) আতরজান মহিলা মহাবিদ্যালয়, কর্মশালায় আরো উপস্থিত ছিলেন আলীম আল-রাজী প্রোগ্রাম ম্যানেজার, লিডার্স, দেবব্রত কুমার গায়েন, প্রোগাম অফিসার, লিডার্স।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ১২ই জুলাই, ২০২৩

     

    3/related/default