চুরির মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আন্ত:রাজ্য চোরচক্রের ৮সদস্যদের আটক করলো পশ্চিম আগরতলা থানার পুলিশ ৷ উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এবং মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহার উপস্থিতিতে সাংবাদিকদের সামনে আন্ত রাজ্য চোরদের পর্দা ফাঁস করা হয়। শুক্রবার ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরের প্রকাশ্য দিবালোকে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটে৷ ওই দোকানের তরফে ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ পাশাপাশি তাদের তরফে দোকানের সিসি টিভির ফুটেজ সরবরাহ করা হয়৷ ধর্মনগর পুলিশের তরফে সিসি টিভি ফুটেজটি রাজ্যের সবক’টি থানায় ছড়িয়ে দেওয়া হয়৷ এই ফুটেজের সূত্র ধরে পশ্চিম আগরতলা থানার পুলিশ রাজধানীর কর্ণেল চৌমুহনি সংলগ্ণ একটি হোটেলে হানা দিয়ে ধর্মনগরের চুরির ঘটনার সঙ্গে জড়িত ৫ জন মহিলা এবং তিন জন পুরুষকে আটক করতে সক্ষম হয়৷ তাদের নাম যথাক্রমে সুন্দরী দাস (৪০), তাপসী দাস (৩৩), গোলাপী দাস (৫৫), বেনু দাস (৬০) মর্জিনা বিবি (৪৫)৷ তাদের বাড়ী উত্তর চবিবশ পরগনার বেড়াচাপা এলাকায়৷ স্বপন মন্ডল (৪২) বেড়াচাপা, চঞ্চল ঘোষ (২৭) কাটোয়া, সফিকুল সাহাজী (৪২) দেগঙ্গা এলাকায় বাড়ি৷ তাদের কাছ থেকে একটি ব্রেসলেট, দুটি চেইন, ছয়টি কানের দোল, ছয়টি লকেট একাধিক মোবাইল ফোন উদ্ধার হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে৷ এগুলির বাজারমূল্য প্রায় দশ লক্ষাধিক টাকা বলে প্রাথমিক ধারণা । পাশাপাশি তাদের কাছ থেকে একটি বলেরো গাড়িও আটক করা হয়েছে৷ খবর পেয়ে রাতেই আগরতলায় ছুটে এসেছেন ধর্মনগর থানার ওসি শিবুরঞ্জন দে৷ পাশাপাশি আরো একটি টিম রাতেই আগরতলায় আসছে৷ শনিবার সকালে তাদেরকে আগরতলা থেকে ধর্মনগরে নিয়ে আসা হয়। কারণ মামলাটি ধর্মনগর থানার অধীনে চলছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবি ও তথ্যঃ সুমিত কুমার সিংহ
২২ জুলাই ২০২৩