রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলছে রাশিয়া-আফ্রিকা সামিট। ঠিক এই সময়েই শহরটিতে দেখা গেছে ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে। তাকে রাশিয়ায় নিযুক্ত মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সঙ্গে হাত মেলাতে দেখা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে ওয়াগনারের প্রতিনিধি এবং পরিচালক দিমিত্রি সিতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন। ছবি থেকে দেখা যায়, ওয়াগনার প্রধান রাশিয়ায় নিযুক্ত মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ফ্রেডি মাপুকার সঙ্গে হাত মেলাচ্ছেন। গত জুনের ২৪ তারিখে ওয়াগনারের বিফল অভ্যুত্থানের পর এই প্রথম জনসমক্ষে দেখা গেলো ইয়েভজেনি প্রিগোজিনকে।
একটি সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে যে, ফ্রেডি মাপুকার সঙ্গে ওয়াগনার প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয় সেন্ট পিটার্সবার্গের ট্রেজিনি প্যালেস হোটেলে। এ ছাড়া প্রিগোজিনের মালিকানাধীন একটি সংবাদমাধ্যম ছবির ব্যাকগ্রাউন্ড বিবেচনা করে পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত করেছে সেটি ট্রেজিনি প্যালেস হোটেল।
এ ছাড়া, বিবিসি ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করেও দেখেছে যে, ছবিতে থাকা ব্যক্তির সঙ্গে প্রিগোজিনের মিল রয়েছে ৯৯ শতাংশ। ফলে সন্দেহের কোনো অবকাশ নেই যে, ওয়াগনার প্রধান সেন্ট পিটার্সবার্গে ছিলেন।
আরশিকথা দেশ-বিদেশ
তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
৩০ জুলাই,২০২৩