রাজৈর ( মাদারীপুর) থেকে বিপুল কুমার দাস, আরশিকথাঃ
মাদারীপুরের রাজৈরে রাজৈর উপজেলা পরিষদের আয়োজনে ১৭ আগস্ট ৩০২৩ ইং তারিখ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার সময় রাজৈর আসমত আলী খান মিলনায়তনে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে পবিত্র কোরআন খতম আলোচনা সভা দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মাদারীপুর -২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ প্রতিনিধি আফম ফুয়াদ রাজৈর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাহাবুদ্দিন সাহা রাজৈর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক হায়দার গাছি মাদারীপুর জেলা পরিষদের সাবেক সদস্য নুরজাহান পারুল রাজৈর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
১৭ই আগস্ট ২০২৩