আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নির্বাচন সুষ্ঠু করতে কমিশন বদ্ধপরিকরঃ আরশিকথা বাংলাদেশ

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, ঢাকা,আরশিকথাঃ

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে কমিশন বদ্ধপরিকর- এমন বার্তাই দেয়া হয়েছে ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুককে।

     রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে তাদের মধ্যে বৈঠকে শেষে এ কথা জানান সিইসি।আর বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার বলেন, বাংলাদেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষে এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য। এর আগে চলতি মাসের শুরুতে (১ আগস্ট) সিইসির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
     
    বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি জানান, দেশে বিরাজমান রাজনৈতিক সংকটের সমাধান হলে নির্বাচন কমিশনের পক্ষে ভোট গ্রহণ সহজ হবে। দেশে এখন যে সংকট বিরাজ করছে তা রাজনৈতিক। এর সমাধান হলে ইসির পক্ষে ভোটগ্রহণ সহজ হবে। এটাই তাদের বলেছি।
     
    আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী অক্টোবরে প্রাক নির্বাচন টিম পাঠাতে চায় যুক্তরাষ্ট্র-সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। তিনি আরও বলেছিলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। যেকোনো দেশের শান্তি ও গণতন্ত্রের বজায় থাকুক সেটা যুক্তরাষ্ট্র চায়।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ


     ছবি ও তথ্যঃ সংগৃহীত

    ২৭ আগস্ট ২০২৩
     

    3/related/default