আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফরিদপুরে ৫ ডাকাত গ্রেফতারঃ আরশিকথা বাংলাদেশ

    আরশি কথা

    ফরিদপুর, আরশিকথাঃ


    ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ৫ জন ডাকাত দলের সঙ্ঘবদ্ধ সক্রিয় সদস্য ও সরঞ্জাম সহ গ্রেফতার করেন।

    মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার লস্করদিয়া ইউনিয়নে অবস্থিত জাহাঙ্গীর মিয়ার  ইটের ভাটা থেকে  ডাকাতির প্রস্তুতি কালে গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জন ডাকাত  কে গ্রেফতার করেন। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল আসাদুজ্জামান শাকিল ও নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন দিকনির্দেশনায় অভিযান পরিচালনা হয়।

    গ্রেফতারকৃত আসামিরা হলেন হাসানহাটি গ্রামের মোজাম সরদারের দুই ছেলে মোঃ রায়েব আলী সর্দার(৪০), ইয়ার আলী সর্দার(৩৫), ছাগলদী গ্রামের হায়দার মিরের ছেলে সবুর মীর(২৮) দেলবাড়ীয়া  গ্রামের মৃত নজমলের ছেলে মোঃ জামিল(৪০), ঈশ্বরদী গ্রামের মৃত আতর আলী মুন্সির ছেলে  মান্দার মুন্সী(২৮) কে গ্রেফতার করা হয়।

    এ বিষয়ে নগরকান্দা থানার ওসি (তদন্ত)  বিকাশ মন্ডল  বলেন,গত ২৭ (জুলাই) দেলবাড়ীয়া এলাকায়  ডাকাতি ঘটনা কেন্দ্র করে থানায় একটি মামলা হয়। উক্ত ঘটনায় ইন্সপেক্টর আনোয়ার হোসেন কে দায়িত্ব দেয়া হয় তারই পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরের ইটের ভাটায় ডাকাতি পরিকল্পনা ও সঙ্ঘবদ্ধ চক্র সদস্যদের কে  গ্রেফতার করা হয়।গ্রেফতার ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে । পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ২ আগস্ট ২০২৩


     

    3/related/default