আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বহিরাজ্যের ৫ নেশা কারবারী আটকঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    নেশা কারবারীদের ধরতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তারই ফলস্বরপ উত্তর জেলা সদর ধর্মনগরে প্রায়ই নেশা কারবারীদের ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছে সাধারণ জনগণ। বৃহস্পতিবার দুপুরে আইএসবিটিতে পাঁচজনকে দেখে তাদের মধ্যে তিনজন পুরুষ এবং দুইজন মহিলা আই এস বি টির কর্মরত কর্মচারীদের সন্দেহ হয়। এই তিন জনকে তল্লাশিতে তিন প্যাকেট শুকনো গাজা বেরিয়ে আসে তিন প্যাকেটে বারো কেজির মতো।

    যে পাঁচজন ধৃত তাদের বাড়ি পার্শ্ববর্তী আসাম রাজ্যে। এরা হলো উশমান আলী বয়স ২৭ বছর, সাহাদুল আলী বয়স ৪৫ বছর, সাদেক আলী বয়স ২০ বছর, সালেমা খাতুন বয়স ৩১ বছর এবং ফাতিমা বেগম বয়স ২৩ বছর।
    এদেরকে আইএসবিটিতে সাধারণ মানুষ আটক করে রাখে এবং ধর্মনগর থানায় খবর দিলে ধর্মনগর থানা থেকে পুলিশ বাহিনী গিয়ে তাদেরকে থানায় নিয়ে এসে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবি ও তথ্যঃ সুমিত কুমার সিংহ

    ৩১ আগস্ট ২০২৩
     

    3/related/default