উজ্জ্বল কুমার দাস, বাগেরহাট, আরশিকথাঃ
কচুয়ায় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কচুয়া উপজেলা শাখার ত্রিবার্ষিক মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর আয়োজিত কাউন্সিল অধিবেশন গঠনকল্পে মতুয়া সম্মেলন উপলক্ষ্যে সকাল ১১ টায় কচুয়া কেদ্রীয় মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয় মঙ্গল শোভাযাত্রাটি কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর ইউনিয়নের গোপালপুর মন্দিরের সামনে গিয়ে শেষ হয়। শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন এর সম্মেলনে নারায়ন চন্দ্র বাওয়ালীর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী মন্দিরের সামনে শত শত মতুয়া ভক্ত কাউন্সিল অধিবেশন উপলক্ষে মতুয়া সম্মেলনে অংশ নেয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের বাগেরহাট জেলা সভাপতি বাবু সুবোধ কুমার মন্ডল। শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কচুয়া উপজেলা শাখার ত্রিবার্ষিক মতুয়া সম্মেলনে কচুয়া সরকারি আবু নাসের মহিলা কলেজের প্রভাষক ধীরেঞ্জন মন্ডলকে সভাপতি, অর্পন কুমার মন্ডল অপুকে সাধারন সম্পাদক ও আশীষ কুমার মন্ডলকে কোষাধ্যক্ষ করে ৭১ সদস্য বিশিষ্ট শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন এর কচুয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
২৩শে সেপ্টেম্বর ২০২৩