তৃতীয় দিনেও রাখি বন্ধন উৎসব পালিত হয়েছে বিভিন্ন জায়গায়। শিশু কিশোর থেকে রাজনৈতিক নেতৃত্বরা সবাই এই উৎসবে শামিল হচ্ছেন। শুক্রবার আগরতলা পুরো নিগমের ৩৩ নম্বর ওয়ার্ড কার্যালয়ে রাখি বন্ধন অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন বুথের মানুষজন অংশ নেন এই অনুষ্ঠানে। মহিলারা কর্পোরেটর সহ উপস্থিত সকল ভাইদের হাতে রাখি পরিয়ে দেন। শুভেচ্ছা বিনিময় হয় তাদের মধ্যে। কর্পোরেটর অভিজিৎ মল্লিক সবার সুখ সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে ওয়ার্ড প্রেসিডেন্ট সহ গণ্যমান্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। সবার মধ্যে উৎসাহ ছিল ব্যাপক।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১লা সেপ্টেম্বর ২০২৩