মঙ্গলবার পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং আগরতলা পুর নিগমের ৪০ নং ওয়ার্ডের সহযোগিতায়। এবছর তার ২০৪ তম জন্মদিবস পালন করা হয়। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক অনুষ্ঠানটি হয় বিদ্যাসাগরের মর্মর মূর্তির সামনে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার,পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি হরিদুলাল আচার্য, রাজ্য ভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সহ-সভাপতি সুব্রত চক্রবর্তী, আগরতলা পুর নিগম সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী, বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অমিতাভ সাহা প্রমুখ। বিদ্যাসাগরের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সবাই। মেয়র তার বক্তব্যে বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপনের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন।এদিকে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির রাজ্য শাখার পক্ষ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তারা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
২৬শে সেপ্টেম্বর ২০২৩