মোঃ শাহ্ জালাল, ফরিদপুর, আরশিকথাঃ
বাংলাদেশের সর্ববৃহৎ প্রকল্প পদ্মা সেতুতে রেল চলাচল উদ্বোধন করতে আগামী ১০ অক্টোবর ফরিদপুরের ভাঙ্গায়-দেশরত্ন সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রেল সেতু উদ্বোধনের জনসভা সফল করতে ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ৯ অক্টোবর সোমবার উপজেলার শশা গ্রামের শারমিন ভিলায় অনুষ্ঠানটি শুরু হয়।
উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের আহবায়ক দেলোয়ার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, জেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সহ-সভাপতি কাজী সুমন, জেলা আওয়ামী মৎস্য জীবী লীগের কার্যকারী সদস্য মারুক মন্ডল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
৯ই অক্টোবর ২০২৩