পূর্ণি ঘোষাল, সাভার, আরশিকথাঃ
ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার উপজেলার তেঁতুল ঝোড়া ইউনিয়ন পষিদের জননন্দিক চেয়ারম্যান, গড়ীব দুঃখী ও মেহনতি মানুষের পরম বন্ধু, ফখরুল আলম সমর এর সুস্থতা কামনায় অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান “প্রতিরোধ”ও শুভ জাগরনী যুবসংঘের উদ্যোগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) বিকাল ৫ টায় সাভারের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রামকৃষ্ণ ও পঞ্চবটি আশ্রম প্রাঙ্গনে এ প্রার্থনার আয়োজন করা হয়।এ সময় অসুস্থ সমরের সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা কার্যক্রম পরিচালনা করেন গণমাধ্যমকর্মী তপু ঘোষাল।
প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ ও পঞ্চবটি আশ্রম কমিটি এর সাধারণ সম্পাদক বাবু কৃষ্ণদাশ ঘোষ কাঞ্চন, ডাঃ অনিল কুমার সরকার, লোকানাথ ঘোষ, অলোক ঘোষ, অভিজিৎ ঘোষ উৎপল, হৃদয় শুভ, আশিষ কুমার ঘোষ শুভ, অথৈ সাগর প্রমুখ৷ এছাড়াও সাভারের বিভিন্ন মিশন, মন্দির, মাসজিদে সমরের সুস্থ্যতা কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।ফখরুল আলম সমর হার্ডের সমস্যা নিয়ে বর্তমানে থাইল্যাণ্ডে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
৭ই অক্টোবর ২০২৩