রাজৈর (মাদারীপুর) থেকে বিপুল কুমার দাস, আরশিকথাঃ
মাদারীপুরের রাজৈর ৩০০ পিচ ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার (১ অক্টোবর) সকালে রাজৈর উপজেলার শংকরদির পাড় এলাকায় খান ইন্টারন্যাশনাল স্টিল এন্ড থাই স্টোর এর সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হল- রাসেল খালাসী(১৮),পিতা: মৃত- আজিবর খালাসী, সাং: শংকরদী, থানা: রাজৈর, জেলা- মাদারীপুর। আব্দুল্লাহ খন্দকার (১৮),পিতা: আনোয়ার খন্দকার, সাং: পূর্ব সরমঙ্গল, থানা: রাজৈর, জেলা- মাদারীপুর। মারুফ হাওলাদার (২২),পিতা: মৃত-জামাল হাওলাদার, সাং: কুচিয়ামারা, থানা: মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর।আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
১লা অক্টোবর ২০২৩