Type Here to Get Search Results !

এসো মা সুখদায়িনী...... কোলকাতা থেকে শর্মিষ্ঠা ভট্টাচার্যি

এসো মা সুখদায়িনী......


শিউলি ঝরা ভোরে,সবার আঙিনা মাঝে মা গো তোমার চরণ চিহ্ন পড়ুক,

দুঃখ, হতাশা দূরে গিয়ে অন্তরেতে আলোক প্রদীপ জ্বলুক।


রেখো মা একটু নজর হতদরিদ্র সন্তানের উপর,

 দুমুঠো ভাতে , মাথার উপর ছাদে , জোটে যেন এক খন্ড কাপড়।


তোমার তেজের কণা ছড়িয়ে দিও   কন্যারত্নের জীবনে,

তোমার মত সংহাররূপী হয়ে ওঠে যেন দুষ্টের দমনে।


তুমি আসবে বলে আঁচল পেতে বসে থাকে যে ঢাকির  বউ,

সন্ধ্যাপ্রদীপের স্নিগ্ধ আলোয় ভরুক তার জীবনের মৌ।


তুমি আসবে বলেই কুমোরটুলির প্রাণ ভোমরা জেগে রয়,

একটু দেখো ওদের ঘরে বছরভর যেন সুখ পরিপাটি বয়।


প্যান্ডেল বানিয়ে, আলোকে সাজিয়ে খুশির ফোয়ারা ছোটায় যারা,

বছরভর তোমার আশীষে সমৃদ্ধ থাকুক ওরা।


দু্ঃখ দুর্দশা হতাশায় ডুবে যাদের জীবন,

তোমার কোমল হাতের পরশ পেয়ে ভরুক ওদের প্রাণ।


- শর্মিষ্ঠা ভট্টাচার্যি, কোলকাতা


ছবিঃ সংগৃহীত

১৭ই অক্টোবর ২০২৩