শারদ উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট শ্রমিক নেতা বিপ্লব কর। তিনি সকল রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি কামনা করেন। বিশেষ করে শ্রমিক কিংবা শ্রমজীবী অংশের মানুষের জন্য পুজোর দিনগুলি যেন ভালো ভাবে কাটে সেই কামনা করেন। পাশাপাশি বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থাগুলির প্রতি আহ্বান জানান তারা যেন শ্রমজীবী অংশের মানুষের পাশে দাঁড়ান। সেই সঙ্গে যে সমস্ত ক্লাব ও সামাজিক সংস্থাগুলি শারদ উৎসবে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেছে তাদেরকে অভিনন্দন জানান শ্রমিক নেতা বিপ্লব কর। শ্রমজীবী অংশের মানুষের প্রতি তিনি আহ্বান জানান পুজো যেন শান্তি-শৃঙ্খলভাবে সম্পন্ন হয়। কারোর আনন্দ যেন কারোর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি না করে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২১ অক্টোবর ২০২৩