মাদারীপুরের রাজৈর উপজেলা যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশঃ আরশিকথা বাংলাদেশ

আরশি কথা

রাজৈর ( মাদারীপুর) থেকে বিপুল কুমার দাস, আরশিকথাঃ


মাদারীপুরের রাজৈরে, রাজৈর উপজেলা যুবলীগের আয়োজনে,১২, নভেম্বর,২০২৩ ইং তারিখ রবিবার, বিকেল ৩:০০ ঘটিকার সময় , রাজৈর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, বাংলাদেশ যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, বিএনপি, জামায়াতের অগ্নী-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে, শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা যুবলীগের আহবায়ক, রেদওয়ানুল হক রেজন সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইমরুল হাসান খালিদের সঞ্চালনায়, অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, আসিবুর রহমান আসিফ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, মাদারীপুর -২ আসনের সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহীন চৌধুরী, রাজৈর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাহাবুদ্দিন সাহা, স্থানীয় সংসদ প্রতিনিধি, আফম ফুয়াদ, রাজৈর পৌর সভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর সেখ সাগর আহমেদ উজির, রাজৈর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন খান সহ আরো নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন মাদারীপুর সদর এর সংসদ প্রতিনিধি আজিজুর রহমান শিবু খান, মাদারীপুর জেলা শাখার কৃষক লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি,আনোয়ার হোসেন মুফতী রাজৈর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদা হাসান পল্লবী, যুগ্ম আহ্বায়ক, নুরজাহান পারুল,যুগ্ম আহ্বায়ক, শান্তি রঞ্জন দাস, রাজৈর পৌর আওয়ামীলীগের সভাপতি ও রাজৈর প্রেস ক্লাবের সভাপতি, মতিউর রহমান, রাজৈর মহিলা আওয়ামী লীগের সভাপতি নুরুন্নাহার শশী, সিনিয়র সহ-সভাপতি শামীমা চৌধুরী রোজী, রাজৈর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লীতা কুদ্দুস সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

১৩ই নভেম্বর ২০২৩

 

3/related/default