আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজৈরের আমগ্রাম সেনখালস্থ কৃষি মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিতঃ আরশিকথা বাংলাদেশ

    আরশি কথা

    রাজৈর ( মাদারীপুর) থেকে বিপুল কুমার দাস, আরশিকথাঃ

    মাদারীপুর রাজৈর  উপজেলার  আমগ্রাম ইউনিয়নে  স্থানীয়  গ্রামবাসীর আয়োজনে ও বিশিষ্ট সমাজসেবক  নৃপেন  বাড়ৈ এর পৃষ্ঠপোষকতায় ১০ নভেম্বর ২০২৩ ইং তারিখ শুক্রবার বিকেল ৩:৩০ টায়  আমগ্রাম সেনখালস্থ কৃষি জমির মাঠে প্রতিযোগিতা মূলক ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়।

    ঘোড়দৌড় অনুষ্ঠানটি উদ্বোধন করেন আমগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান  সুভাষ চন্দ্র বাড়ৈ এসময় উপস্থিত ছিলেন রাজৈর থানার এসআই  আশিকুর স্থানীয় সুশীল সমাজ বৃন্দ ।উক্ত ঘোড়দৌড় অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ১৯ ঘোড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ।ঘোড়দৌড় অনুষ্ঠানটি উপভোগ করার জন্য স্থানীয় ও আশেপাশের জেলার  হাজার হাজার দর্শনার্থী সমাগম হয়।পরিশেষে, প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ১১ই নভেম্বর ২০২৩

     

    3/related/default