গোটা দেশের পাশাপাশি রাজ্যজুড়েও চলছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণ প্রকল্প দেশের অন্তিম ব্যাক্তি পর্যন্ত পৌঁছে দিতেই বিকশিত ভারত সংকল্প যাত্রা দেশ জুড়ে চলছে। মিলছে ব্যপক সাড়া। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার কমলাসাগর বিধানসভার অন্তর্গত মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন ২.০ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বিধায়ক উন্নয়ন তহবিলের মাধ্যমে বিধায়িকা অন্তরা সরকার দেবের উদ্যোগে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রদান করা হল একটি অত্যাধুনিক সুবিধাযুক্ত এম্বুলেন্স। সাধারণ মানুষের সুবিধার্থে মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই এম্বুলেন্স পরিষেবার সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, বিধায়িকা অন্তরা সরকার দেবের উদ্যোগে এই এম্বুলেন্স প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ।