আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নিফার উদ্যোগে জাতীয় থিয়েটার ফেস্টিভ্যালঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    নিফার উদ্যোগে আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিন ব্যাপী জাতীয় থিয়েটার ফেস্টিভ্যাল। ত্রিপুরার নাট্যমোদীদের  এবছর দেশের বিভিন্ন খ্যাতিমান থিয়েটার গ্রুপ দুইদিনে ৯ টি নাটক উপহার দেবে। প্রতিটি শো দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।কোনো প্রবেশ মূল্য নেই।

    ২৩ ডিসেম্বর আগরতলা সুকান্ত একাডেমিতে বিকাল চারটায় থিয়েটার ফেস্টিভ্যালের উদ্বোধন হবে ।প্রথম শো  ত্রিপুরার রাঙ্গামাটি নাট্য ক্ষেত্র এর প্রযোজনায় এক মুঠো রোদ ।দ্বিতীয় শো জামশেদপুর পাথ এর প্রযোজনায় হিন্দি নাটক কন্যাদান।পরে কলকাতার প্রযোজনা ম্যাকবেথ।চতুর্থ  প্রযোজনা  দিল্লির ব্ল্যাক পার্ল আর্টস এর নিবেদন হিন্দি নাটক দ্য ব্লাইন্ড ম্যানস ক্লাব। ২৫ ডিসেম্বর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের দুই নং হলে বিকাল ৫ টা থেকে শুরু হবে অন্তিম দিনের থিয়েটার উৎসব।প্রথম শো  পশ্চিমবঙ্গের নিফার প্রযোজনায় অনিকেত।দ্বিতীয় শো  জামশেদপুরের প্যাথ এর নিবেদন হিন্দি নাটক সুদামা কে চাউল।তৃতীয় শো বাঁশবেরিয়া সন্ধ্যা ভারতী থিয়েটার গ্রুপের নিবেদন  বিকলাঙ্গ কে।সর্বশেষ প্রযোজনা শান্তিনিকেতনের আমরা সবুজ দলের নিবেদন শাড়ি।
    দুদিনের থিয়েটার ফেস্টিভ্যাল কে সার্থক করে তুলতে রাজ্যের আপামর নাট্যমোদীদের উপস্থিতি কামনা করেছেন নিফার সর্বভারতীয় সভাপতি অনিমেষ দেব রায়।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২১শে ডিসেম্বর ২০২৩
     

    3/related/default