Type Here to Get Search Results !

গাজায় ৪৩০ ইসরাইলি সেনা নিহতঃ আরশিকথা দেশ-বিদেশ

আরশিকথা নিউজ ডেস্কঃ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সংঘাতে চার শতাধিক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর থেকে চলমান সংঘাতে নিহত হয়েছেন তারা। প্রতিবেদনে বলা হয়, এদিন সকালে গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ে তিন ইসরাইলি সেনা নিহত হন। এছাড়া ‘সামরিক ট্রাফিক দুর্ঘটনায়’ আরও এক সেনা নিহত হয়েছেন। যদিও ‘দুর্ঘটনায়’ নিহত সেনার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী

এদিকে, গাজায় গত ২৪ ঘণ্টায়  ইসরাইলি হামলায় ২৯৭ জন নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় চলমান এই যুদ্ধে নিহতের সংখ্যা ছাড়াল ১৮ হাজার। আর আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার।
 
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা টেলিফোনে আল জাজিরাকে জানিয়েছেন, গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় ২৯৭ জন নিহত এবং আরও ৫৫০ জনেরও বেশি আহত হয়েছেন। এছাড়া গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। 

তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট


আরশিকথা দেশ-বিদেশ

১১ই ডিসেম্বর ২০২৩ 
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.