Type Here to Get Search Results !

বাংলাদেশে নির্বাচনে জয়ীরা শপদ নেবেন বুধবারঃ আরশিকথা বাংলাদেশ

প্রভাষ চৌধুরী, ঢাকা, আরশিকথাঃ

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা শপদ নেবেন বুধবার (১০ জানুয়ারি)।
বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন একাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এ নির্বাচনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি। তবে আজ মঙ্গলবারের মধ্যেই গেজেট প্রকাশের জন্য কাজ চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র। গেজেট প্রজ্ঞাপনের তিন দিনের মধ্যে শপথ নেওয়ার বাধ্যবাধকতা আছে।
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ২২২টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি জয় পেয়েছে ১১ আসনে, স্বতন্ত্র প্রার্থী জিতেছে ৬২ আসনে। আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে দুটি আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

৯ই জানুয়ারি ২০২৪
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.