আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রোগ্রেসিভ ইয়ুথ কর্নারের উদ্যোগে মাতৃ বন্দনা ও সামাজিক কর্মসূচিঃ আরশিকথা আগরতলা

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    গত ৬ই জানুয়ারি রাজধানীর আর এম এস চৌমুহনীস্থিত প্রোগ্রেসিভ ইয়ুথ কর্নারের উদ্যোগে মাতৃ বন্দনা অনুষ্ঠিত হয় । এদিন প্রদীপ জ্বালিয়ে শ্রী শ্রী কালী মায়ের ৩৮তম পুজোর সূচনা করেন আমতলীস্থিত ভোলানন্দ কুটিরের স্বামী মাধবানন্দ মহারাজ।



    প্রোগ্রেসিভ ইয়ুথ কর্নারের ৩৮ তম পুজোর উদ্বোধনী অনুষ্ঠানের আগে কর্নারের প্রয়াত এগার সদস্যদের স্মরণে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়।

    স্মরণ সভায় তাদের পরিবারের হাতে স্মারক তুলে দেওয়া হয়। পরে পশ্চিম ভুবনবন স্থিত নীলোজ্যোতি সেবাশ্রমের ৫১জন আশ্রমিক শিশুর কল্যানে অর্থ প্রদান করা হয়।
    সবশেষে শিশুদের জন্য জুতা ও অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয় আশ্রম পরিচালকদের হাতে। এদিন মাতৃ বন্দনায় অংশ নেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

    পাশাপাশি মায়ের পূজায় বহু মানুষ অংশ নেন ও প্রসাদ গ্রহন করেন।



    আরশিকথা ত্রিপুরা সংবাদ
    ১৬ই জানুয়ারি ২০২৪

     

    3/related/default