Type Here to Get Search Results !

প্রেসিডেন্ট হতে প্রস্তুত কামালা হ্যারিস, বাইডেনের ‘মাথায় হাত’ ঃ আরশিকথা বাংলাদেশ

আরশিকথা নিউজ ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জায়গা নিতে প্রস্তুত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে লড়াইয়ের ক্ষেত্রে বাইডেনের বয়স ও স্মৃতিশক্তি নিয়ে যখন ব্যাপক গুঞ্জন, ঠিক সেসময়ই এমন কথা বললেন কামালা।
 
সোমবার (১২ ফেব্রুয়ারি) ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের কাছে জানতে চাওয়া হয়—প্রয়োজনে তিনি বাইডেনের জায়গা নিতে প্রস্তুত কি না, বিশেষ করে বাইডেনের স্মৃতিশক্তির যে অবস্থা, সেই প্রেক্ষাপটে।  

সম্প্রতি মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসির এক জরিপে দেখা গেছে, মার্কিন ভোটারদের ৫৩ শতাংশই মনে করেন কামালা হ্যারিস যোগ্য নন। মাত্র ২৮ শতাংশ ভোটার মনে করেন যে, তার নেতৃত্ব দেয়ার সক্ষমতা আছে।
 
কামালা হ্যারিসের মন্তব্য এমন এক সময়ে এলো, যার মাত্র সপ্তাহখানেক আগেই বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে পরিচালিত রাষ্ট্রীয় গোপন নথি নিজ বাড়িতে নিয়ে অরক্ষিত রাখার এক মামলার তদন্তে বাইডেনকে ‘দুর্বল স্মৃতির বুড়ো’ বলে আখ্যা দেয়া হয়েছে।

তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

আরশিকথা দেশ-বিদেশ
১৩ই ফেব্রুয়ারি ২০২৪

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.