মোঃ শাহ্ জালাল, ফরিদপু্র, আরশিকথাঃ
যথাযোগ্য মর্যাদায় নগরকান্দায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এর উপলক্ষে দিন ব্যাপী নানা কর্মসুচীর আয়োজন করেন।এ দিন সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পনসহ শহীদ মুক্তিযোদ্ধা এবং ভাষা শহীদদের আত্বার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে ১মিনিট নিরবতা পালন ও বিদেহীদের আত্মা মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
পরিশেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা,বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন প্রতিযোগীতা,আবৃত্তি,চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আ'লীগের সভাপতি আব্দুস সোবহান মিয়া।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, সহকারী কমিশনার ভূমি সোনিয়া হোসেন জিসান, থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান, অন্যান্য বীর মুক্তিযোদ্ধা,উপজেলা আ'লীগ ও তার সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও অন্যান্য দপ্তরের কমকর্তা প্রমুখ।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
৭ই মার্চ ২০২৪