আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জাতীয় যুব সংসদ উৎসবের ভাষণ পর্বে সংসদ ভবনে ত্রিপুরার নারী শক্তির জয়

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রণালয় এর অধীনে নেহরু যুব কেন্দ্র সংগঠনের উদ্যোগে ৫ম বারের মতো আয়োজিত হয়ে গেল জাতীয় যুব সংসদ উৎসব ২০২৪ । ভারতের সমস্ত রাজ্যে ব্লক স্তর থেকে জেলা স্তর তারপর রাজ্য স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, প্রায় ৬০০০ জন যুবক যুবতী অংশগ্রহণ করেন । ত্রিপুরায় রাজ্য স্তরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে ইপ্সিতা ঘোষ, সঞ্চিতা নাথ ও রুনা পাল । প্রত্যেক রাজ্য থেকে তিন জন করে জাতীয় যুব সংসদ উৎসব যা ভারতের সংসদ ভবনের সংবিধান সদনের কেন্দ্রীয় কক্ষে অনুষ্ঠিত হয়েছে ৫ মার্চ এবং ৬ মার্চ । ত্রিপুরার নারী শক্তির পক্ষে ভাষন দেন রাজ্য স্তরের বিজয়ীনী ইপ্সিতা ঘোষ যা সবার কাছে গ্রহণযোগ্য ও প্রেরণাদায়ক হিসেবে প্রশংসিত হয়েছে। নেহরু যুব কেন্দ্র সংগঠনের এই মহান উদ্যোগের সমাপ্ত দিনে মঞ্চে উপস্থিত ছিলেন সংসদের লোকসভার মাননীয় স্পিকার ওম বিরলা, ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ও ক্রীড়া মন্ত্রণালয় এর সচিব মীতা রাজীব লোচন। অনুষ্ঠানে অতিথিদের হাতে জাতীয় স্তরের বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা এবং প্রত্যেক অংশগ্রহণকারীদের মধ্যে শংসাপত্র প্রদান করা হয় ।

    পঞ্চম বছরে সাফল্যের সাথে যুব সংসদ উৎসব অনুষ্ঠিত করার জন্য নেহরু যুব কেন্দ্র সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। 


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ১০ই মার্চ ২০২৪
     

    3/related/default