Type Here to Get Search Results !

জাতীয় যুব সংসদ উৎসবের ভাষণ পর্বে সংসদ ভবনে ত্রিপুরার নারী শক্তির জয়

বিশেষ প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রণালয় এর অধীনে নেহরু যুব কেন্দ্র সংগঠনের উদ্যোগে ৫ম বারের মতো আয়োজিত হয়ে গেল জাতীয় যুব সংসদ উৎসব ২০২৪ । ভারতের সমস্ত রাজ্যে ব্লক স্তর থেকে জেলা স্তর তারপর রাজ্য স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, প্রায় ৬০০০ জন যুবক যুবতী অংশগ্রহণ করেন । ত্রিপুরায় রাজ্য স্তরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে ইপ্সিতা ঘোষ, সঞ্চিতা নাথ ও রুনা পাল । প্রত্যেক রাজ্য থেকে তিন জন করে জাতীয় যুব সংসদ উৎসব যা ভারতের সংসদ ভবনের সংবিধান সদনের কেন্দ্রীয় কক্ষে অনুষ্ঠিত হয়েছে ৫ মার্চ এবং ৬ মার্চ । ত্রিপুরার নারী শক্তির পক্ষে ভাষন দেন রাজ্য স্তরের বিজয়ীনী ইপ্সিতা ঘোষ যা সবার কাছে গ্রহণযোগ্য ও প্রেরণাদায়ক হিসেবে প্রশংসিত হয়েছে। নেহরু যুব কেন্দ্র সংগঠনের এই মহান উদ্যোগের সমাপ্ত দিনে মঞ্চে উপস্থিত ছিলেন সংসদের লোকসভার মাননীয় স্পিকার ওম বিরলা, ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ও ক্রীড়া মন্ত্রণালয় এর সচিব মীতা রাজীব লোচন। অনুষ্ঠানে অতিথিদের হাতে জাতীয় স্তরের বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা এবং প্রত্যেক অংশগ্রহণকারীদের মধ্যে শংসাপত্র প্রদান করা হয় ।

পঞ্চম বছরে সাফল্যের সাথে যুব সংসদ উৎসব অনুষ্ঠিত করার জন্য নেহরু যুব কেন্দ্র সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। 


আরশিকথা ত্রিপুরা সংবাদ


১০ই মার্চ ২০২৪
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.