Type Here to Get Search Results !

বাংলাদেশের ফরিদপুরে নগরকান্দায় নানা আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩১ উদযাপন

মোঃ শাহ্ জালাল, ফরিদপু্‌র,আরশিকথাঃ 


ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনে ফরিদপুরের নগরকান্দায়  পহেলা বৈশাখ পালিত হয়েছে।পুরোনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় বাংলা নতুন বছরকে বরন করে নিতে রবিবার সকাল ৯ টায় নগরকান্দা উপজেলা  প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। 


নগরকান্দা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে  উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে  শেষ হয়।



দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল সুধী সমাবেশ,গ্রাম বাংলার ঐতিহ্য লাঠিখেলা প্রদর্শন , রশি টানাটানি, অন্ধের হাড়ি ভাঙ্গা, গ্রমীন মেলা, পান্তা ইলিশ খাওয়া ইত্যাদি।




এ সময় উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার ভুমি সোনিয়া হোসেন জিসান,নগরকান্দা থানার ওসি মোঃ আমিনুর রহমান, সরকারি এম এন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা কৃষি অফিসার তিলক কুমার ঘোষ সহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,বীর মুক্তযোদ্বা, শিক্ষক,সাংবাদিক সহ  নানা শ্রেণী পেশার মানুষ  উপস্থিত ছিলেন।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

১৬ই এপ্রিল,২০২৪

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.