সামনেই লোকসভা নির্বাচন।একে সামনে রেখে মোহনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বাজারগুলিতে চলছে প্রশাসনিক অভিযান। এতে সাফল্যও মিলছে । নির্বাচনের দিনগুলিতে যাতে শান্তি এবং সুশৃংখল পরিবেশ বজায় থাকে তার জন্যই বাজারগুলোতে প্রশাসনিক অভিযান বলে জানা গেছে। শুক্রবার ৬ এপ্রিল সিমনার সুন্দর টিলা, কাতলামারা বাজার, পঞ্চবটি বাজার এবং কলাগাছিয়া বাজারে অনেকগুলি দোকানে রেইড করা হয়।
মহকুমা প্রশাসন সূত্রে জানা যায় প্রচুর পরিমানে বিদেশি ও দেশি মদ উদ্ধার করা হয় এই অভিযানে। যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ ১৮ হাজার টাকার উপরে। কাতলামারা বাজারের প্রান্তোষ পাল, আশিস সাহা এবং পঞ্চবটি বাজারের প্রদেশ রায়ের দোকান থেকে বাজেয়াপ্ত করা হয় অবৈধ সামগ্রী গুলো। মোট চারজনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও চলতে থাকবে। এদিনের এই অভিযানে মহকুমা প্রশাসক সুভাষ দত্ত এক্সেস অফিসার সহ পুলিশ আধিকারিকরা ছিলেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
৬ই এপ্রিল ২০২৪