Type Here to Get Search Results !

মাদারীপুরে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির মাদারীপুর জেলা সংসদ এর অভিষেক অনুষ্ঠানঃ আরশিকথা বাংলাদেশ

 বিপুল কুমার দাস, রাজৈর (মাদারীপুর),আরশিকথাঃ


 বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির, মাদারীপুর জেলা সংসদ এর আয়োজনে,২৫, মে,২০২৪ ইং তারিখ শনিবার সকাল ১০ ঘটিকার  সময়,ভারত সেবাশ্রম পাঠক কান্দি, মাদারীপুরে, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির মাদারীপুর জেলা সংসদ এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা,উত্তোরী পরিধান,  মঙ্গল প্রদীপ প্রজ্বলন,সমবেত সংগীত, শপথ বাক্য পাঠ, গীতা পাঠ, গীতা দান, আলোচনা সভা,প্রসাদ বিতরণ  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অভিষেক অনুষ্ঠানে, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির মাদারীপুর জেলা সংসদ এর সভাপতি, এ্যাড, গৌরাঙ্গ বসু এর সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক, অসীম কুমার মন্ডল ও সদস্য, শ্রীমতী,কেয়া বিশ্বাস এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্নুবোধন   করেন মাদারীপুর প্রনব  মঠের অধ্যক্ষ , সত্যপ্রিয়ানন্দ মহারাজ। এবং অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি, ঝন্টু চৌধুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, অম্লান কুমার কার্তিক,    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  মাদারীপুর জেলার মন্দির ভিত্তিক ও গণশিক্ষা  কার্যক্রমের সহকারী পরিচালক, মিন্টু কুমার  ভদ্র অর্ঘ্য, মাদারীপুর জেলার  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের, বিমল চন্দ্র বিশ্বাস, আন্তর্জাতিক শ্রীমদ্ভাগবদ  গীতা অনুশীলন সঙ্ঘ এর সভাপতি , হরিপদ দাস।এছাড়াও বক্তব্য রাখেন,মাদারীপুর মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, প্রানতোষ মন্ডল, প্রাথমিক শিক্ষক সমিতির, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, নিখিল রঞ্জন দত্ত, মাদারীপুর জেলা সুপার,তুহীন কান্তি খান।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

২৭শে মে ২০২৪

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.