অনামিকার আঁচড়ে ক্ষরণটা নিষিক্ত
মাটির সোঁদাগন্ধে বুনো ঘ্রাণ নিহিত,
মানচিত্রের কাটাকুটি মগজের শিরায়
শুক্রাণু হয়ে কিলবিল করে অবলীলায়,
মন মননে কেবলই শিহরণে রাশ
অবয়বে ছেয়ে যায় রক্তিম আভাস।
সূর্য থেকে সূর্যমুখী সটান এক ধ্যানে
চন্দ্র থেকে চন্দ্রমুখী বিবর এক সনে,
লিলুয়া বাতাসে প্রাণ জুড়ায় খাসা
দূর্বাঘাস একইসাথে হেলে কোণঠাসা,
সবুজের সমারোহে সাদা মেঘের ভেলা
দিক ভুলে একীভূত যেন মিলনমেলা।
অবসাদের তরণী তীরে এসেও ডুবে
দুখ সব নিমিষেই কর্পূর হয়ে উবে।
ক্ষুদ্র করোটিতে যত এলোমেলো ভাবনা
সুখানুভূতির আবেশে এমনই এক যাতনা।
- রাজা রাকিব, বাংলাদেশ
২১শে জুলাই ২০২৪