আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করলো আগরতলা জগন্নাথ জিও মন্দিরঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    জাঁকজমক ভাবেই আগরতলা জগন্নাথ জিও মন্দিরে পক্ষ থেকে ভক্তদের উপস্থিতিতে ৭ জুলাই অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব।এর অঙ্গ হিসেবে বুধবার আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজোনাল ক্যান্সার হাসপাতালে মন্দিরের পক্ষ থেকে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। ধর্মীয় অনুষ্ঠানের সাথে এ ধরনের সামাজিক অনুষ্ঠান করায় খুশি রোগী ও রোগীর পরিবার পরিজনেরা।

    এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের বর্তমান অধ্যক্ষ শ্রীমদ ভক্তি বিচার বিষ্ণু মহারাজ এবং আগরতলা শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের মত রক্ষক শ্রীমদ ভক্তি কমল বৈষ্ণব মহারাজ, আগরতলা মঠের সহ পরিচালক ভক্তি বিকাশ শ্রমন মহারাজ সহ অন্যান্য সাধু সন্ত বৃন্দ।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১০ই জুলাই ২০২৪

     

    3/related/default