আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জম্মু ও কাশ্মীরের সিয়াচেনের গ্লেসিয়ারে শহীদ রাজ্যের সন্তান।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    ডিউটিরত অবস্থায় সোমবার জম্মু ও কাশ্মীরের সিয়াচেনের গ্লেসিয়ার এলাকায় শহীদ হন রাজ্যের সন্তান শুভঙ্কর ভৌমিক। বরফ ধ্বসে তাঁর মৃত্যু হয়। জম্মু ও কাশ্মীরের সিয়াচেনের গ্লেসিয়ার এলাকায় বরফ ধ্বস পড়ে মর্মান্তিক মৃত্যু হয় শুভঙ্কর ভৌমিকের। তাঁর বাড়ি  অমরপুর বীরগঞ্জ পঞ্চায়েত এলাকায়। সোমবার দুপুরে সিয়াচিন গ্লেসিয়ার এলাকায় একটি উদ্ধারকার্য চালানোর সময় আচমকা বরফ ধ্বসে কর্মরত অবস্থায় শহীদ হন ভারতীয় সেনার এই বীর জওয়ান। তাঁর এই আত্মত্যাগের খবর আসতেই গভীর শোকের ছায়া নেমে আসে রাজ্যে। বুধবার সন্ধ্যায় তাঁর মরদেহ বাড়িতে এসে পৌঁছাবে বলে জানা গেছে। 



    AKB TV News 

    19.11.2024 



    3/related/default