নিজস্ব প্রতিনিধিঃ
আগরতলা রেল স্টেশন থেকে আগরতলা জি আর পি থানার পুলিশ এবং আর পি এফ মিলে ১ জন যুবককে গ্রেফতার করেছে । তার নাম রাহুল দাস । বাড়ি স্থানীয় আমতলী থানাধীন মহেশখলায়। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১২ কেজি .৪০০ গ্রাম শুকনা গাঁজা। ৬টি পেকেটে, যেগুলি একটি পিট ব্যাগের মধ্যে রাখা ছিল । এগুলি সে বহি রাজ্যের উদ্দেশ্যে ট্রেনে ফিট করতে চেয়েছিল। পুলিশি জিজ্ঞাসায় জানা যায় সে এ নিয়ে অনেকবার এই ভাবে গাঁজা বহি রাজ্যে পাঠিয়েছে। উদ্ধার হওয়া গাঁজা গুলির আনুমানিক বাজার মূল্য বহি রাজ্যে হবে প্রায় দেড় লক্ষ টাকা। এ নিয়ে আগরতলা জিআরপি থানাতে তার বিরুদ্ধে একটি এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়। জিআরপি থানার পুলিশ তাকে জোরালো ভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয় বলে এদিন জানিয়েছেন আগরতলা জি আর পি থানার ওসি তাপস দাস। তিনি এদিন আরও জানিয়েছেন যে মঙ্গলবার আগরতলা রেল ষ্টেশনে ২ জন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়। এদের একজনের নাম হল আব্দুল শেখ, আর অপরজনের নাম হল লামি আখতার। তারা বাংলাদেশের ফিরোদপুর জেলার বাসিন্দা বলে পুলিশকে জানিয়েছে। তারা অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে এসেছে এবং জানায় কলকাতা যাবার উদ্দেশ্যে তারা এখানে এসেছে। পুলিশ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা নিয়ে এদিন আদালতে সোপর্দ করে।
AKB TV News
21.11.2024