আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ২০২৫ থেকে ২০৩১ সালের মধ্যেই গতি আসবে ভারতের অর্থনীতিতে।। AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধিঃ 

    অবিশ্বাস্য হলেও সত্যি। আগামী সাত বছরের মধ্যে সাত লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতি হতে চলেছে ভারত। এমনটাই বলছে ক্রিসিলের রিপোর্ট। দেশের অর্থনীতিতে ৬.৬ শতাংশ বৃদ্ধি আসতে চলেছে, এমনই পূর্বাভাস মিলেছে।২০২৫ থেকে ২০৩১ সালের  মধ্যেই গতি আসছে ভারতের অর্থনীতিতে। বলছে রেটিং এজেন্স ক্রিসিল। অতি দ্রুতগতিতে এই সময়ের মধ্যে ভারতের অর্থনীতি বৃদ্ধি পাবে। এই বিষয়ক রিপোর্টে দেশের জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের বৃদ্ধি নিয়ে এজেন্স ক্রিসিল বলছে, চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার দাঁড়াবে ৬.৮ শতাংশে। ইটি ক্রিসিল ইন্ডিয়া প্রোগ্রেস রিপোর্ট শীর্ষক ওই তথ্যে বলা হয়েছে, যেহেতু কেন্দ্রীয় সরকার বাজেটের রাজস্ব ঘাটতি হ্রাস করার উপর জোর দিচ্ছে তাই তার সদর্থক ফল নিশ্চিতভাবেই বৃদ্ধির হারের উপর পড়বে।খুচরো মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে আসবে বলে আসা প্রকাশ করেছে ক্রিসিল।


    AKB TV News

    16.11.2024 

    3/related/default