আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কুয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মাননা প্রদান l l AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    শনিবার দুদিনের সফরে কুয়েতে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নরেন্দ্র মোদীকে সেদেশে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। সেখানে এদিন আনুষ্ঠানিক অভ্যর্থনাও জানানো হয় তাঁকে। প্রসঙ্গত উ ল্লেখ্য, ১৯৮১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কুয়েত সফরে গিয়েছিলেন। তারপর আর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশে যাননি। ৪৩ বছর পর কুয়েতের যুবরাজ আমির শেখ মেশাল আল-আহমেদ আল-জাবের-আল-সাবাহের আমন্ত্রণে নরেন্দ্র মোদী শনিবার কুয়েত যান। তার এই সফর দুদিনের।



    Akb tv News 

    22.12.2024

    3/related/default