আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বোমা হুমকি পেল দিল্লির ছয়টি স্কুল, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ll AKB TV News

    আরশি কথা

     

    নিজস্ব প্রতিনিধি,

    ফের ই-মেইল মারফত এল বোমা হুমকি দিল্লির একাধিক স্কুলে ! শুক্রবার ই-মেইলের মাধ্যমে বোমার হুমকি পায় দিল্লির ৬টি স্কুল। এই স্কুলগুলির মধ্যে দিল্লি পাবলিক স্কুল (কৈলাশ পূর্ব) এবং ভাটনগর ইন্টারন্যাশনাল স্কুলও রয়েছে। বোমার হুমকির প্রেক্ষিতে স্কুলগুলিতে জোরদার তল্লাশি চালায় পুলিশ। বোমা ডিটেকশন টিমও স্কুলগুলিতে পৌঁছয় স্কুল গুলিতে। নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এব্যাপারে 
    এক অভিভাবক জানিয়েছেন, “আমরা একটি ম্যাসেজ পেয়েছি l সেখানে উল্লেখ রয়েছে অনিবার্য পরিস্থিতির কারণে স্কুল বন্ধ রয়েছে। আমরা সকাল ৬টা নাগাদ এই ম্যাসেজ পেয়েছি। আমরা ফিরে যাচ্ছি বাড়িতে।” দিল্লি পুলিশ জানিয়েছে, মোট ৬টি স্কুলে তল্লাশি চালানোর পর সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। এই ঘটনায় আতঙ্কিত ছাত্র ছাত্রী সহ অভিভাবক মহল l


    Akb tv News 
    13.12.2024

    3/related/default