আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দিল্লিতে সর্বনিম্ন পারদ ৭.১ ডিগ্রি সেলসিয়াসে, ঠাণ্ডায় কাঁপছে দিল্লিবাসী ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    ডিসেম্বর মাসের শুরুর দিকেই ঠাণ্ডায় কাঁপছে দিল্লিবাসি। দিল্লির সাফদরজঙে শনিবার মরশুমের সর্বনিম্ন পারদ ৭.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা গত একদিনের তুলনায় ১.৪ ডিগ্রি কম। এদিকে, পালামে ৯.৪ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমেছে। আরও ঠান্ডা পড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। জানা গেছে, চলতি শীতের মরশুমে দিল্লিবাসীর জন্য আরও কনকনে ঠান্ডা অপেক্ষা করছে। তাপমাত্রাও রেকর্ড গড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে হাড় কাঁপানো ঠান্ডা পড়লেও বাতাসের গুণমানে কোনও উন্নতি লক্ষ্য করা যায়নি দিল্লিতে। শনিবার, মরশুমের শীতলতম দিনেও দিল্লিতে বাতাসের গুণমান ছিল ২২২। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী তা খারাপ ক্যাটিগরিতেই পড়ে বলে জানা গেছে। একেতু বায়ু দূষণে হাঁসফাঁস অবস্থা দিল্লিবাসির। তার উপর হার কাঁপানো ঠাণ্ডায় জবুথবু অবস্থা তাদের। বলা চলে উভয় সঙ্কট দিল্লিবাসির।  



    AKB TV News

    7.12.2024  

    3/related/default